-
নির্ধারিত সেবামূল্য প্রদান সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে নমুনার রাসায়নিক বিশ্লেষণ বা অন্যান্য পরীক্ষণ এবং ফলাফল প্রদান করা হয়ে থাকে।
-
• মাইনিং, মিনারেলজি এবং মেটালার্জি বিষয়ক শিল্প-কারখানার কাঁচামাল ও উৎপাদিত নমুনার রাসায়নিক বিশ্লেষণ,পরীক্ষণ ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদান।
-
• খনিজ বালু, নদ-নদী ও সমুদ্র সৈকতের বালু, পাথর, কাদা-মাটির মিনারেলজিক্যাল ও রাসায়নিক বিশ্লেষণ।
-
• ভূ-গর্ভস্থ ও ভূ-পৃষ্ঠের পানি, কয়লা, পীট ইত্যাদির রাসায়নিক বিশ্লেষণ।
-
• সিরামিক ও অন্যান্য কোম্পানীর অ্যালুমিনিয়াম বল, রং, ধাতব বস্তু ইত্যাদির রাসায়নিক বিশ্লেষণ।
-
• চোরাচালান রোধে আইন-শৃংখলা বাহিনী কর্তৃক হীরা/কোয়ার্টজ বা যে কোন নমুনার রাসায়নিক বিশ্লেষণ ও পরীক্ষণ।
-
• বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের এমএস রড পরীক্ষণ।
-
• দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণামূলক নমুনার রাসায়নিক বিশ্লেষণ এবং যন্ত্রপাতি পরিচালনা, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রী গ্রহণে সহায়তা প্রদান।
-
• এম.এস বা এম.এসসি/এম.ফিল/পিএইচ.ডি শিক্ষার্থীদের কো-সুপারভাইজ করাসহ গবেষণার সুযোগ সুবিধা প্রদান।